Ray Of Hopes

Ray Of Hopes

Plan Your Future Before Poverty Plans It For You

RAYOFHOPES.COM সম্বন্ধে কিছু তথ্য

RAYOFHOPES.COM-এ আপনারা সবাই সসম্মানে স্বাগতম। আমরা এখানে ব্লগিং সম্পর্কিত কাজকর্ম করি। আমাদের মূল লক্ষ্য হল ব্লগিং এর সুবিধা সম্পর্কে মানুষকে (বিশেষ করে মধ্যবিত্ত মানুষদেরকে) সচেতন করা। কোভিড-১৯ এর স্মৃতি ম্লান হয়নি এবং এখনও তা আমাদের মনে তাজা। COVID-19 এর প্রাদুর্ভাব এবং পরবর্তী লকডাউন সারা বিশ্বে জনজীবনকে স্থবির করে দিয়েছিল। সারা বিশ্বের লাখ লাখ মানুষদেরকে কে তাদের ঘরে অবরুদ্ধ থাকতে হয়েছিল। চাকরি হারিয়েছিলেন অগণিত মানুষ। মধ্যবিত্ত মানুষের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়ে পড়েছিল। উচ্চবিত্ত মানুষদের অভাব ছিল না।  নিম্নবিত্ত মানুষ সরকারের সীমাহীন দান-খয়রাতেই জীবন কাটাচ্ছিলো। কেবল মধ্যবিত্ত মানুষদেরকে দেখাশোনা করার কেউ ছিল না।

একজন ব্যক্তি যখন বাইরে যেতে পারেন না তখন ঘরে বসে জীবিকা অর্জনের জন্য তিনি কী বা করতে পারেন? সারা বিশ্বে এটি ই সর্বাধিক জিজ্ঞাস্য বিষয় ছিল। একটি ছাড়া প্রায় সব সম্ভাবনার রাস্তা বন্ধ ছিল।

এবং সেটি হল ব্লগিং। লকডাউনের সময় যদি একজন ব্যক্তির একটি ব্লগ থাকত, তাহলে তাঁকে বা তাঁর পরিবারকে এত কষ্ট করতে হতো না। ব্লগিং থেকে একজন মানুষ ন্যূনতম কাজের মাধ্যমে সহজেই 25000 টাকা থেকে 30000 টাকা আয় করতে পারতেন । আর তা  একটি মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট  হতো।

কেউ কেউ হয়তো বা প্রশ্ন করবেন, এখন এসব নিয়ে ভাবার কী দরকার? লকডাউনের অধ্যায়  তো শেষ হয়ে গেছে। এখন সবকিছু আবার ট্র্যাকে ফিরে এসেছে।

সত্যি ই কি সবকিছু ট্র্যাক এ ফিরে এসেছে?

না, আসে নি।

না জীবন পুরোপুরি ট্র্যাকে আছে আর না কখনো ও থাকবে। সবার জীবনেই উত্থান-পতন থাকবে। কিছু লোক তাদের চাকরি হারাবেন। কেউ বা ব্যবসায় ব্যর্থ হবেন। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনকে বিড়ম্বিত করতে থাকবে। আমরা যদি আজই ব্লগের ব্যাপারে প্রস্তুত থাকি, তাহলে আগামী দিনে আমাদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না।

দারিদ্র্যতা আপনার ভবিষ্যতের পরিকল্পনা করুক, তার আগে সেই পরিকল্পনা আপনি নিজে করুন।

Plan your future before poverty plans it for you

উপসংহার

আজও 70% এর বেশি মানুষ ব্লগিং সম্পর্কে জানেন না। 20% মানুষ ব্লগিং সম্পর্কে জানেন কিন্তু তাদের অজানা ভয় আছে যে ব্লগিং শুরু করা খুব কঠিন। সারা বিশ্বে মাত্র ৫% মানুষ ব্লগিংকে তাদের পেশা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন।

আমাদের লক্ষ্য হল ব্লগিং এর ধারণা যতটা সম্ভব বেশি সংখ্যাক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা এই বিশ্বাস দিতে চাই যে 

1. ব্লগিং এর মাধ্যমে জীবিকা অর্জন করা যায়

2. স্বাভাবিক বোধবুদ্ধি সম্পন্ন একজন মানুষ ও Blogging এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন

3. যে কোন ভাষায় ব্লগিং করা যায়। ইংরেজিতে পণ্ডিত না হলে ও চলবে ।